মাথাভাঙ্গা মনিটর: কানের লাল গালিচায় হাঁটার একদিন আগে দেখা দিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। ভ্যারাইটি ম্যাগাজিনের আয়োজনে লিঙ্গ সমতা শীর্ষক আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি। কান চলচ্চিত্র উত্সবের একটি অংশ হিসেবে আলোচনায় অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। সব্যসাচীর ডিজাইন করা পোশাকের সাথে ঠোঁটে গাঢ় লাল রঙের লিপিস্টিক পরেছিলেন তিনি। অনুষ্ঠানে ছিলেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েকও। এছাড়া ‘ক্যারোল’ নির্মাতা ক্রিস্টেন ভাচোন ও এলিজাবেথ কার্লসনও আলোচনায় অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভ্যারাইটির প্রধান সম্পাদক ক্লাউডিয়া এলার। কান উত্সবে যোগ দেয়ার জন্য গত ১৫ মে আরাধ্য বচ্চনকে নিয়ে ফ্রান্সে পৌঁছান সাবেক এই বিশ্ব সুন্দরী। গতকাল ১৭ মে লালগালিচায় হাঁটেন। ২০ মে লরিয়েলের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানের লাল গালিচায় হাঁটবেন তিনি। এছাড়া ১৯ মে তার অভিনীত ‘জাজবা’ চলচ্চিত্রের ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবেন। ২১ মে অ্যামফারের অনুষ্ঠানে স্বামী অভিষেক বচ্চনকে সাথে নিয়ে যোগ দেবেন তিনি।