ভারত সিরিজের প্রাথমিক দলে এনামুল-শফিউল

স্টাফ রিপোর্টার: চোট কাটিয়ে ভারত সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক ও পেসার শফিউল ইসলাম। গতকাল রোববার ভারতের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বিসিবি জানায়, আগামী বুধবার সকাল সোয়া দশটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে হবে।
কাঁধের চোটের কারণে মাঝপথে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ শেষ হয়ে যায় এনামুলের। চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে জাতীয় দলে ফিরেছেন এ উদ্বোধনী ব্যাটসম্যান। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি শফিউলের। এ পেসারও ফিরেছেন প্রাথমিক দলে। পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হওয়া তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজও আছেন ২৩ সদস্যের দলে। একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ৭ জুন বাংলাদেশে আসছে ভারত। ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। ১৮, ২১ ও ২৪ জুন দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, নাসির হোসেন, এনামুল হক, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রনি তালুকদার।

Leave a comment