টিপ্পনী

খবর (গাংনীতে গরুব্যবসায়ীদের ১৩ লাখ টাকা ছিনতাই)

কোথায় যাবো কোথায় শোবো

রাখবো কোথায় টাকা,

পরিস্থিতি দেখে দেখে

বুকটা লাগে ফাঁকা।

 

আইনকানুন সবই আছে

পাকা খাতায় বন্দি,

খুনি-ডাকাত-চোরের সাথে

করছি সবাই সন্ধি।

 

এ ছাড়া আর চলার উপায়

বাঁচার উপায় কী,

বুঝে শুনে ওদের সাথেই

চলতে শিখেছি!

 

-আহাদ আলী মোল্লা