নজরুল আমাদের জাতীয় অহংকার : তার চেতনাকে বুকে লালন করে মানুষের কল্যাণে কাজ করতে হবে

কার্পাসডাঙ্গায় জাতীয় কবি নজরুলের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও ১০ দিনব্যাপি নজরুল মেলার উদ্বোধনকালে এমপি টগর

 

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও ১০ দিনব্যাপি নজরুল মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নজরুলমঞ্চে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহম্মেদ। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. হামিদুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আ. মুহিত, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজি সহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল হক, রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ভূট্টু, অ্যাড. রফিকুল আলম রান্টু, মমিনুল হক, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা কলেজের প্রিন্সিপাল হামিদুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সভাপতি দীন মোহাম্মদ, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বেগমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহম্মেদ আলী, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, উদীচী নাট্যগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জহির রায়হান, নজরুল স্মৃতি সংসদের সভাপতি সাবেক উপাধক্ষ্য আ. গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য প্রকৃতি বিশ্বাস, বকুল বিশ্বাস, দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শফিকুল আলম, কার্পাসডাঙ্গা নজরুল সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন শুকলাল, দামুড়হুদা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ. আলিম, সহসভাপতি মুরশীদ আলম, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ, নতিপোতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি শওকত আলী তরফদার, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, জুড়ানপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু তালেব, কুড়–লগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বরকত আলী, কার্পাসডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মারুফ শাহ, শহিদ বিশ্বাস, শিক্ষক মসলেম উদ্দিন, আ.লীগ নেতা আব্দুল করিম, আ. কাদের বিশ্বাস, সবুর মেম্বার, রবি মেম্বার, বিল্লাল হোসেন, আশরাফুল আলম বাবু, শাহাজান মোল্লা, আজাদ ইয়াছ, আ. কাদের সর্দার, আ. রফিক কাবি, কওছার আলী, যুবলীগ নেতা আ. সালাম বিশ্বাস, শুওকত আলী, আ. সালাম ভূট্টু, শাহ মো. ইনামুল করিম ইনু, এমএ ফয়সাল, মিন্টু বিশ্বাস, ছাত্রলীগ নেতা কামরুজ্জআমন রানা, শিরিন সিদ্দিক, আ. কাদের হিরোক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, নজরুল আমাদের জাতীয় অহংকার : তার চেতনাকে বুকে লালন করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই কবিকে জাতির জনক বঙ্গবন্ধু ভারত থেকে এদেশে এনে নাগরিকত্ব দেয়াসহ জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। শুধু তা-ই নয় তিনি সস্ত্রীক কবিকে দেখতেও গিয়েছেন। তিনি আরো বলেন, নজরুল ইসলাম কার্পাসডাঙ্গা ভৈরব নদীর ধারে বসে শুধু লিচু চোর কবিতা লেখার পাশাপাশি এ এলাকায় ইংরেজদের নীলচাষ এবং নিরীহ জনগণের ওপর অমানুষিক অত্যাচারের কথাও তার লেখনীর মাধ্যমে উঠে এসেছে। তিনি যে সত্যিই কার্পাসডাঙ্গায় এসেছিলেন এগুলো তারই প্রমাণ। জাতীয় কবি নজরুল ইসলাম কার্পাসডাঙ্গায় এসেছিলেন এবং আটচালা খড়ের ছাউনীতে দু মাস অবস্থান করেছেন এ সংক্রান্ত সঠিক তথ্য-প্রমাণসহ কাগজপত্র আমাকে দিবেন। আমি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো এবং এর রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে সর্বোচ্চ চেষ্টা অব্যহত রাখার পাশাপাশি কার্পাসডাঙ্গায় একটি নজরুল লাইব্রেরি তৈরি করে দেয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহম্মেদ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি যে কার্পাসডাঙ্গায় এসেছিলেন এর রাষ্ট্রীয় স্বীকৃতি আমিও চাই। তিনি এর আগে কার্পাসডাঙ্গার ভৈরব নদীসহ নজরুলের স্মৃতি বিজড়িত মিশনপল্লির সেই খড়ের ছাউনি দিয়ে তৈরি আটচালা ঘরটি ঘুরে ঘুরে দেখেন। আলোচনা শেষে আবৃত্তি ও নৃত্যসহ জেলার বিভিন্ন পর্যায়ের শিল্পীবৃন্দ নজরুলের লেখা বিভিন্ন গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।