স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মুদি দোকানের ভেতর থেকে আপত্তিকর অবস্থায় কপোত-কপোতি আটক করেছে স্থানীয় একদল যুবকেরা। স্থানীয়রা এ তথ্য জানিয়ে বলেছে, গত পরশু শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মাঝেরপাড়ার মৃত আবু বক্কর মাষ্টারের ছেলে মুদিব্যবসায়ী দু সন্তানের জনক সোহাগ (৩০) ও একই গ্রামের বিল্লালের স্ত্রী ৩ সন্তানের জননী আয়েশাকে (৪০) গ্রামের যুবকেরা দোকানের মধ্যে থেকে আটক করে। বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশ্য কেউ কেউ বলেছে, গত শুক্রবার আয়েশা দোকানে মালামাল কিনতে গেলে সে তাকে একা পেয়ে দোকানের ভেতরে নেয়। পক্ষান্তরে কেউ কেউ বলেছে, ওদের মধ্যে পরকীয়া সম্পর্ক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরকীয়া সম্পর্কের জের ধরে আয়েশার স্বামী আয়েশাকে বাড়ি থেকে বিতাড়িত করেছে। সে গ্রামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছে।