স্ত্রীকে বাড়ির উঠোনে পিটিয়ে আহত করেছে স্বামী

 

স্টাফ রিপোর্টার: এক সন্তানের জননী আদরী খাতুনকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর তাকে তার স্বামী তারেক বাড়ির উঠোনে পিটিয়ে আহত করে। পরে উদ্ধার করে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী আদরীর শয্যাপাশে দাঁড়িয়ে স্বামী তারেক তার স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে বলেছে, ওর মুখের দোষ আছে বলে একটু ঝাড়িছি। তারেক চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা পুরাতন মসজিদপাড়ার হোসেন মণ্ডলের ছেলে।