জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় হাঁটু পানিতে একাকার হয়ে পড়ে। বিদ্যালয়মাঠ সংলগ্ন গর্তটি পানিতে ভরে গিয়ে মারাত্মক অবস্থার সৃষ্টি হয়। বৃষ্টির জমে থাকার পানির কারণে একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের চলাচল ও খেলাধুলায় অসুবিধার সৃষ্টি হয়। অন্য দিকে বিদ্যালয়ের ভেতরে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারে যেতে কর্মকর্তা ও শিক্ষকদের ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘদিন ধরে স্কুলটির এ অবস্থা বিরাজ করায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যের দৃষ্টি কামনা করা হয়। তিনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও এ প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয়নি। জীবননগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্কুল দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে বর্তমানে সাড়ে ৬শ ৫৪ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। এছাড়াও এ বিদ্যালয়ের ভেতরে রয়েছে উপজেলা রিসোর্স সেন্টার। রিসোর্স সেন্টারে প্রতিদিন সভাসমাবেশ হয়ে থাকে। ফলে কর্মকর্তা এবং শিক্ষকদের হরহামেশা সেখানে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে এ স্কুল মাঠটির কোনো সংস্কার কাজ হয়নি। স্কুলমাঠটি নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই সেখানে হাঁটু পানি জমে যায়। এছাড়াও স্কুলমাঠ সংলগ্ন গর্তটি বৃষ্টির পানিতে ভরে গিয়ে মারাত্মক রূপ ধারণ করে।