দোস্তে বেকায়দায় কুন্দিপুরের যুবক মুজাহিদ : গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের দোস্ত গ্রামে বেকায়দায় পড়েছে পার্শ্ববর্তী কুন্দিপুর গ্রামের যুবক মুজাহিদ। গণধোলাই শেষে মুজাহিদকে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। মুজাহিদকে ধরতে গেলে সে চাকু দিয়ে আঘাত করে তিনজনকে আহত করেছে। আজ সালিস বৈঠক হওয়ার কথা রয়েছে। স্থানীয়রা বলেছে, সে প্রেমের টানে দোস্তে এসে গ্যাঁড়াকলে পড়ে।

জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের হারেজ আলীর ছেলে বখাটে মুজাহিদ প্রেমের টানে পার্শ্ববর্তী দোস্ত গ্রামের বসুতিপাড়ায় যায়। এ সময় বেরসিক যুবকেরা মুজাহিদকে তাড়িয়ে লতিফ মোল্লার আমবাগান থেকে ধরে গণধোলাই দেয়। মুজাহিদের হাতে থাকা চাকু দিয়ে আলামিন, আমিরুল ও সোবাহান নামের তিনজনকে রক্তাক্ত জখম করে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আসেন হিজলগাড়ি ক্যাম্প পুলিশের সদস্যরা। তখন আটক মুজাহিদকে পুলিশের হাত তুলে দেয়া হয়।

এদিকে মুজাহিদ বলে, আমি ঘুরতে আসলে পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন আমাকে ধরে এমন মারপিট করে। এ ব্যাপারে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই মুহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে আজ সালিস হওয়ার কথা রয়েছে।