মিলারের ছক্কায় চোখ গেল পুলিশের

মাথাভাঙ্গা মনিটর: আইপিএলে ডেভিড মিলারের ছক্কায় বলের আঘাতে এক চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন ভারতের এক পুলিশ। ৫৩ বছর বয়সী অলক আইচের চোখ হারানোর খবরটি ভারতের সংবাদমাধ্যমে আসে শনিবার। ইডেন গার্ডেন্সে গত ৯ মে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে ঘটনাটি ঘটে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রান করা পাঞ্জাবের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান মিলার ১১ বলে অপরাজিত ২৭ রান করেন। ইনিংসটিতে দুটি ছক্কা মারেন তিনি। তারই একটিতে বল গিয়ে অলকের ডান চোখে আঘাত করে।
বিষয়টি শুনে ব্যথিত হয়েছেন মিলার। শুক্রবার তিনি টুইট করেন, “আইচের চোখ হারানোর বিষয়টি শুনে আমি এখনও মর্মাহত এবং গভীর শোকাহত। এটা একটা অদ্ভুত দুর্ঘটনা। ম্যাচটি কোলকাতার কাছে এক উইকেটে হেরেছিলো পাঞ্জাব।