মাথাভাঙ্গা মনিটর: আগামী বছরের ইংল্যান্ড সফর পর্যন্ত শ্রীলঙ্কার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক পদে বহাল থাকছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর ২০১৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দেশটির টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) গত বৃহস্পতিবার তিন ফরম্যাটের ক্রিকেটে অধিনায়ক নির্বাচিত করে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে।