সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাইস মিল, গোডাউন ভাঙচুর ও বিদ্যুত লাইনের তার কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোররাতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের যুগিরহুদা বাজারপাড়ার মৃত শুকুর আলীর ছেলে সাগর আলীর সাথে একই পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে দাউদ আলীর জমিজমা সংক্রান্ত বিরোধে উভয় পক্ষ কোর্টে মামলা দায়ের করে। মামলাকৃত জমিতে দীর্ঘদিন যাবত সাগরের মিল চাতাল ও গোডাউন রয়েছে। সেই গোডাউন দখল নিতে গতকাল শুক্রবার ভোরে দাউদ, দাউদের মামা নবীননগর গ্রামের মৃত বিলাত জোয়ার্দ্দারের ছেলে রফি জোয়র্দ্দার, নাদের আলী জোয়ার্দ্দার, তোফাজ্জেল হোসেন, টিপুসহ লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে থাকা রাইস মিল, গোডাউন ভাঙচুর ও বিদ্যুতের তার কেটে দিয়েছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় সাগর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।