দামুড়হুদায় প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এমপি টগর

 

দেশের স্বার্থকে প্রাধান্য দেয়া সাংবাদিকদের নৈতিক দায়িত্ব

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নূপুর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি দীন মোহাম্মদ, দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি হেদায়েতুল ইসলাম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, সেলিম উদ্দিন বগা, হযরত আলী, হাশেম মেম্বার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই শপথবাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আজাদ মালিথা। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. নুরুন্নবী। প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, একটি সুখি, সমৃদ্ধশালী ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত দেশ গড়তে দেশের স্বার্থকে প্রাধান্য দেয়া একজন দেশ প্রেমিক সাংবাদিকের নৈতিক দায়িত্ব। দেশের অসংখ্য নিরীহ মানুষের দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে পানি পথে বিদেশ যেতে গিয়ে জীবন দিতে হচ্ছে। এ সমস্ত বিষয়ে সাংবাদিকদের লেখনির মাধ্যমে নিরীহ জনগণকে সচেতন করতে হবে। তিনি দামুড়হুদাকে পৌরসভায় উন্নীতকরণসহ প্রেসক্লাবের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ‘মাদককে না বলুন মাদকমুক্ত যুবসমাজ গড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের বিশেষ অতিথি চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান বলেন, মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। যারা মাদক ব্যবসা করে লেখনির মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।