চুয়াডাঙ্গার বেগমপুর ক্যাম্প পুলিশের হাতে ফেনসিডিলসহ রাঙ্গিয়ারপোতার নুরিয়া গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশ ফেনসিডিলসহ রাঙ্গিয়ারপোতা গ্রামের নুরজাহান ওরফে নুরিয়াকে গ্রেফতার করেছে। তবে জমা দেয়া ফেনসিডিরের পরিমাণ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে।

জানা গেছে, বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল সাইফুল ইসলাম গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মাদকবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের তমালতলা নামক স্থানে। এ সময় পুলিশ ব্যাটারিচালিত ভ্যানের ওপর থেকে বোরকা পরা রাঙ্গিয়ারপোতা গ্রামের হুজুর আলীর স্ত্রী নুরজাহান ওরফে নুরিয়াকে (৫০) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নুরিয়ার দেহ তল্লাশি করে উদ্ধার করেন ৩৬ বোতল ফেনসিডিল। গ্রেফতারকৃত নুরিয়াকে গতকালই ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে পুলিশ।

এদিকে গুঞ্জন উঠেছে নুরিয়াকে পুলিশ দুটি বস্তা ভর্তি আম ও ফেনসিডিলসহ দর্শনা ফিলিং স্টেশনের নিকটবর্তী স্থান থেকে গ্রেফতার করে। আর দুটি বস্তার মধ্যে ফেনসিডিল ও আম ছিলো যা বাইরে থেকে বোঝার উপায় ছিলো না। যেখানে ফেনসিডিলের পরিমাণ ছিলো ৩৭২ বোতল। এ বিষয়ে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ফেনসিডিলের পরিমাণ নিয়ে যে কথা শোনা যাচ্ছে তা ভিত্তিহীন বলে দাবি করেন।