তিন শিশু কন্যাকে গলাকেটে খুন করলো বাবা

 

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় তিন শিশু কন্যাকে কুপিয়ে খুন করেছেন আব্দুল গনি নামে এক পাষণ্ড বাবা। গত বৃহস্পতিবার রাতে বদরখালি ইউনিয়নের নিদানতড়নী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আয়েশা (১০), শিউলি (৮) ও জান্নাত (দেড় বছর)।

উপজেলার বদরখালি ইউনিয়নের নিদানতড়নী এলাকায় তিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বাবা। সকালে সংবাদ পেয়ে আমরা ওই তিন শিশুর লাশ উদ্ধার করি। স্থানীয়রা জানায়, আব্দুল গনি একজন দিনমজুর। অভাবের কারণে প্রায় তার সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারতো না। এ জন্য এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

তবে মা ফাতেমা বেগম জানান, স্বামী আবদুল গনির সাথে তার পারিবারিক কলহ চলছিলো। স্বামী আব্দুল গনি প্রায়ই তাকে মেরে ফেলার হুমকি দিতেন। এজন্য স্থানীয় ইউপি সদস্য খায়রুল বাশারের কাছে অভিযোগ করেন। আব্দুল গনিকে ডেকে এনে বকাঝকা করেন খায়রুল বাশার। এ সময় আব্দুল গনি স্ত্রীকে মেরে ফেলবেন বলে হুমকি দেন বলে বাশার জানিয়েছেন।

ফাতেমা বেগম জানান, হত্যার পর বাবা আব্দুল গনি তার (ফাতেমা) ভাই আজগর আলীকে ফোন করেন। ফাতেমাকে বাড়িতে গিয়ে সন্তানদের দেখে যেতে বলেন। পরে তাঁরা বাড়িতে গিয়ে সন্তানদের লাশ দেখতে পান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে গনি মিয়া পলাতক আছেন।

Leave a comment