দু বছরের মধ্যে সব গ্রামে বিদ্যুত : অর্থপ্রতিমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: দুই বছরের মধ্যে সব গ্রামে বিদ্যুত সরবরাহ করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আগামী দু বছরের মধ্যে দেশের কোনো গ্রামে বিদ্যুতায়ন ও রাস্তাঘাটের বাকি থাকবে না। গতকাল শুক্রবার দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কর্তৃক উপজেলা সদরে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটের তরুণ লেখক অনন্ত বিজয় দাশকে হত্যা করে মৌলবাদীরা আবারও জঙ্গি রাষ্ট্র বানাতে চায় শেখ হাসিনার সরকার তা হতে দেবে না।

Leave a comment