আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া লড়াকু সৈনিক
দর্শনা অফিস: দর্শনায় আওয়ামী লীগের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেরুজ অতিথি ভবন চত্বরে দর্শনা পৌর আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, নেতাকর্মীরাই দলের প্রাণ। নেতাকর্মীদের প্রতি অবহেলা করলে কখনো নেতা হওয়া যাবে না। আমরা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আদর্শের রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন সারাদেশে উন্নয়নের ধারা বইছে, ঠিক তখনই একাত্তরের পরাজিত অপশক্তি জামায়াতকে সাথে নিয়ে বিএনপি অরাজকতা সৃষ্টি করে উন্নয়নে বাধা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। হাজারো সমস্যা রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সরকার চুয়াডাঙ্গা জেলায় উন্নয়নে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো অপশক্তিকেই ভয় পান না। এ দলের নেতারা যেমন কর্মীকে মূল্যায়ন করতে জানে, তেমনি কর্মীরা নেতাকে সম্মান ও ভালোবাসতে জানে। আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আ. আজিজ, সিরাজুল ইসলাম, ইলিয়াস হোসেন, কেরুজ শ্রমিক নেতা তৈয়ব আলী, ফারুক আহম্মেদ, জয়নাল আবেদীন। আওয়ামী লীগ নেতা মুন্সি সিরাজুল ইসলামের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আ. রহমান, ওমর আলী, মোজাহারুল ইসলাম, হাতেম মণ্ডল, আতিয়ার রহমান হাবু, সুধীর কুমার শান্তারা, মুকুল মিয়াজি, সাংবাদিক ইয়াছির আরাফাত মিলন, মিজানুর রহমান, যুবলীগ নেতা সরোয়ার হোসেন, মাস্তান, সাইফুল ইসলাম হুকুম, আসাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আকামত প্রমুখ।