দামুড়হুদার শিবনগর আমবাগানে ইকো পার্ক পরিদর্শনকালে এমপি টগর

পার্কটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে

 

বখতিয়ার হোসেন বকুল/শরীফ রতন: দামুড়হুদার শিবনগর আমবাগানে প্রস্তাবিত ডিসি ইকো পার্কটি সৌর্ন্দর্যমণ্ডিত করে গড়ে তোলার লক্ষ্যে এলাকাবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার শিবনগর আমবাগানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, নতিপোতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা শহীদ লতিফ মিল্টন, আ.কাদের বিশ্বাস, শহিদুল সর্দার, নাজমুল হোসেন, রেজাউল করিম, রবিউল হোসেন শুকলাল, সবুর মেম্বার, রবি মেম্বার, মনিরুল মাস্টার, হারুন মাস্টার, আবু তালেব মেম্বার, আবুল কাশেম, আব্বাস মেম্বার, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মহসিন আলী, আব্দুস সালাম বিশ্বাস, শাহ মো. ইনামুল করিম ইনু, আব্দুর রাজ্জাক, ফয়সাল মেহমুদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক শিরিন সিদ্দিক প্রমুখ।

এমপি আলী আজগার টগর বলেন, এ জনপদের প্রাক্তন জমিদার শ্রী নফর পাল চৌধুরীর স্মৃতি বিজড়িত এই বটতলীর বিল ঘেঁষে আমবাগানকে ঘিরে যে ইকো পার্ক গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে তা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। এ পার্কটি সবুজে ঘেরা একটি দৃষ্টিনন্দন আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যা কিছু প্রয়োজন তা করা হবে। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের কোথাও নিশ্বাস ফেলার জাগা নেই। তাই আমি ব্যক্তিগতভাবেও এ পার্কটিতে বড় ধরনের অবদান রাখবো এবং আগামী দু বছরের মধ্যে এ পার্কটি পরিপূর্ণ একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

এলাকার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, ইউএনও ফরিদুর রহমান তারকাঁটা দিয়ে পার্কটির সীমানা নির্ধারণসহ বেশকিছু কাজ ইতোমধ্যেই এগিয়ে রেখেছেন। আগামী সপ্তায় দু কক্ষ বিশিষ্ট একটি রেস্ট হাউজের কাজ শুরু করা হবে। এছাড়া দর্শনার্থীদের বসার জন্য বেশকিছু বেঞ্চ তৈরিরও ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার।

Leave a comment