মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক নারী একটানা ১২টি সন্তান জন্ম দিয়েছেন। মজার ব্যাপার হলো- এ ১২ সন্তানের সবই পুত্রসন্তান। ১২টি সন্তান জন্ম দেয়ার পর স্থানীয় পত্রপত্রিকায় তাকে নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয়, পরের সন্তানও যদি ছেলে হয় তবে যুক্তরাষ্ট্রে এটা একটানা পুত্র সন্তান জন্মগ্রহণের ক্ষেত্রে রেকর্ড হবে। ক্যাটেরি সোয়ার্ট নামের ওই মা বলেছেন, তিনি আগেভাগে কখনো সন্তানের লিঙ্গ নির্ণয় করেননি। প্রতিবার সন্তান ভূমিষ্ট হওয়ার পর চিকিত্সকরা তাকে ছেলে হওয়ার খবর দিয়েছেন। তখনই কেবল তিনি ছেলে হওয়ার খবর জানতে পেরেছেন। বুধবার ওই নারী আবারো একটা সন্তানের জন্ম দিয়েছেন। ১৩ নম্বর নবজাতকও ছেলে। ক্যাটেরি তার ১৩ নম্বর সন্তান জন্মের কথা ফেসবুকের মাধ্যমে প্রকাশ করার পরপরই হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী তাকে অভিনন্দন জানায়। তিনি একপ্রকার তারকা বনে গেছেন। তাকে নিয়ে প্রতিবেদন তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে মিশিগানের রেডিও ও টিভি চ্যানেলগুলো।
অন্যরকম রেকর্ড
