দুজন আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

জীবননগর-কালীগঞ্জ সড়কের তেঁতুলিয়ায় বাস থামিয়ে বিজিবির তল্লাশি

 

জীবননগর ব্যুরো: জীবননগর-কালীগঞ্জ সড়কের তেঁতুলিয়াতে অবস্থিত চেকপোস্টে বাস থামিয়ে বিজিবি সদস্যরা ফেনসিডিল ও মদসহ মাদকব্যবসায়ী মনিরুজ্জামানকে (৩৫) আটক করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন। আটকের পর মনিরুজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচরক ইউএনও নূরুল হাফিজ মনিরুজ্জামানকে দু বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। এছাড়াও গতকাল বেনীপুর বিজিবি ডিসপুট ল্যান্ড এলাকা থেকে ও রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা মানিকপুর মাঠ থেকে মদ আটক করে।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, গতকাল সকালে যাত্রীবাহী বাসযোগে উথলী দক্ষিণপাড়ার মৃত তিনু মণ্ডলের ছেলে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী মনিরুজ্জামান মনির মাদক নিয়ে কালীগঞ্জ অভিমুখে যাচ্ছে গোপন এ সংবাদ পায় জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি। সংবাদের ভিত্তিতে হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ১০টার দিকে চেকপোস্টে ওত পেতে বসে থাকেন। এ সময় কালীগঞ্জ অভিমুখি একটি বাস থামিয়ে তাতে তল্লাশি চালায় বিজিবি। তল্লাশিকালে মনিরুজ্জামানকে ১৪০ বোতল ফেনসিডিল ও ৭ বোতল মদসহ আটক করে। আটকরে পর তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ মাদকব্যবসায়ী মনিরুজ্জামানকে দু বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। এছাড়াও বেনীপুর বিওপির টহল দল কমান্ডার নায়েব সুবেদার মুসলিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনীপুর ডেসপুট ল্যান্ড এলাকা থেকে ২০ বোতল মদ এবং রাজাপুর বিওপির টহল দল কমান্ডার হাবিলদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মানিকপুর মাঠ থেকে ৯২ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।