স্টাফ রিপোর্টার: আসন্ন রমজান মাসের আগেই সৌদি আরবে ২০ হাজার নারীশ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, সৌদি আরবের চাহিদা ৫০ হাজার নারী শ্রমিকের। এ জন্য ১০০ রিক্রুটিং এজেন্সিকে ২০০ জন করে নারী শ্রমিক সংগ্রহ করতে বলে হয়েছে। যেন তাদের চাহিদা অনুযায়ী আমরা যথা সময়ে নারী শ্রমিক পাঠাতে পারি। কিন্তু রমজানের আগেই আমরা ২০ হাজার শ্রমিক পাঠাতে পারবো। ইতোমধ্যে ৩০ হাজার শ্রমিকের জন্য ভিসা এসে পৌঁছেছে বলে মন্ত্রী জানান। মন্ত্রী জানান, এসব শ্রমিক বিনামূল্যে সৌদি আরব যাবেন। তাদের বিমানভাড়া বহন করবে সৌদি কর্তৃপক্ষ। প্রতিমাসে তারা ন্যূনতম ৮০০ রিয়াল বেতন পাবেন। মানবপাচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা শুধু বৈধ শ্রমিকদের নিয়ে কাজ করি। অবৈধ শ্রমিকদের নিয়ে নয়। এটি স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তবে স্বরাষ্ট্র-পররাষ্ট্র-এ দু মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ রয়েছে।