রিয়ালকে হারিয়ে ফাইনালে বার্সার প্রতিপক্ষ য্যুভেন্টাস

মাথাভাঙ্গা মনিটর: দু লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকেট পেয়েছে য্যুভেন্টাস। গত বুধবার রাতে রিয়াল মাদ্রিদের মাঠে শেষ লেগে ১-১ গোলে ড্র করে ইতালিয়ান ক্লাব য্যুভেন্টাস। আর প্রথম লেগে ২-১ গোলে জিতেছিলো য্যুভরা। ফলে দু লেগে গোলের যোগফলে এগিয়ে যায় য্যুভেন্টাস। ফাইনালে তাদের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এ রাতে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নিয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই গোলের ওপর ভর করে প্রথমার্ধ শেষে ১-০ গোলেই এগিয়ে থেকেছে রিয়াল। তবে বিরতির পর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টায় নেমেছে য্যুভেন্টাস। শেষ অবদি সফলও হয়েছে ইতালি চ্যাম্পিয়নরা। পল পগবার বানিয়ে দেয়া বলকে গোলে পরিণত করে য্যুভেন্টাসকে ১-১ গোলের সমতায় ফিরিয়েছেন আলভারো মোরাতা। ম্যাচের বাকিটা সময় আর কোনো গোল না হলে ১-১ গোলের ড্র’তে শেষ হয়েছে ম্যাচ।

ফলে স্বাগতিকদের হতাশার বিপরীতে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে উল্লাস করেছে য্যুভেন্টাস। কারণ, আসরের বর্তমান শিরোপাধারীদের হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকেট পেল দলটি।

Leave a comment