বাংলাদেশে আসতে না চাওয়ায় সমালোচনায় স্টেইনের ব্যাখ্যা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সফরে খেলতে ডেল স্টেইন অনীহা প্রকাশ করায় অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন। তবে এ সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের ক্রিকেটকে অপমান করার কোনো উদ্দেশ্য ছিলো না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এ ক্রিকেটার। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলা স্টেইন সম্প্রতি উইজডেন ইন্ডিয়াতে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার ক্যারিয়ারের এই পর্যায়ে বাকি থাকা কিছু বল বাংলাদেশ ম্যাচে খরচ না করে বরং আমি বড় টুর্নামেন্টগুলোর জন্য জমিয়ে রাখতে চাই।

অনেকের কাছেই তার মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের জন্য অবমাননাকর বলে মনে হয়েছে। তার এ কথাকে ঘিরেই ফেইসবুক, টুইটারে প্রতিক্রিয়া জানাতে শুরু করে বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে এবং নতুন কোনো বিতর্ক এড়াতে টুইটারে স্টেইন লেখেন, আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ আমার সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে ভুল বুঝেছে। আপনারা যদি আঘাত পেয়ে থাকেন তবে আমি দুঃখিত, আপনারা আবার (সাক্ষৎকারটা) পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। শান্তি

পরে আরেকটি টুইটে তিনি বলেন, আপনারা একটা শব্দের ওপর মনোযোগ দিচ্ছেন- আর্টিকেলটা পড়ুন, এটা আপনাদের দলের বিষয়ে নয়, এটা আমার ক্যারিয়ারের পছন্দ নিয়ে। জুলাই-অগাস্টে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা দল।

আগামী ৫ ও ৭ জুলাই টি-টোয়েন্টি দুটি হবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। ১০ ও ১২ জুলাই প্রথম দুটি ওয়ানডেও একই মাঠে হবে। ১৫ জুলাই সিরিজের শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ২১ জুলাই। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ জুলাই শুরু হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রায় দশ বছরের ক্যারিয়ারে নয়টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই খেলেন স্টেইন। টেস্ট ক্রিকেটটা আরও বেশি খেলতে চান বলেই বাংলাদেশ সফরের কিছু অংশ বাদ দিতে চান তিনি। দুটি ওয়ানডে বিশ্বকাপ ও চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা স্টেইন বাংলাদেশ সফরে তরুণ বোলারদের জন্য ‘পরামর্শক’ হিসেবেও আসতে পারেন। দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ বোলারদের সাহায্য ও সমর্থন দিতে বাংলাদেশে যেতে পারি আমি এবং আমার শরীরে থাকা ১০ হাজার বা ২০ হাজার ডেলিভারি বড় টুর্নামেন্টে ব্যবহার করতে চাই।

Leave a comment