স্টাফ রিপোর্টার: মন্থর উইকেট। স্পিনে সফরকারীদের কাবু করতে না পারা। টস হেরে দিনের অশুভ সূচনা। এর সবই পিছু নিয়েছিলো গতকাল বুধবার বাংলাদেশ দলের। কিন্তু শেষ এক ঘণ্টায় তিন উইকেট তুলে নিয়ে শেষ বিকেলের হাসিতে মাঠ ছেড়েছে টাইগাররা। ম্যাচ শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে অলরাউন্ডার নাসির হোসেনের কথাতেও বাংলাদেশ দলের এমন চিত্র ভেসে ওঠে। বললেন, উইকেট আমার মনমতো হয়নি। উইকেটে যেভাবে বল টার্ন করার কথা সেভাবে করেনি। ফলে সফরকারীরা শুরু থেকে সুবিধাজনক অবস্থানে ছিলো। কিন্তু দিনের শেষ ঘণ্টায় তিন উইকেট তুলে নেয়ায় ম্যাচটা এখনো আমাদের হাতেই আছে।
ইনিংসের ৬৩তম ওভারের শেষ বলে পিটার ফুলটন ও কেন উইলিয়ামসনের ১২৬ রানের জুটি ভেঙে দলীয় দ্বিতীয় উইকেট পান নাসির হোসেন। একপাশে পিটার ফুলটনের সাজঘরে ফিরে যাওয়া। অন্য পাশে নাসিরের বাধ ভাঙা উল্লাস। এর কারণ ব্যাখা করতে গিয়ে নাসির হোসেনের সরল স্বীকারোক্তি, বলটি খুব বাজে ছিলো। বলটি হাত থেকে বের হওয়ার পর ভেবেছিলাম ৪ হবে। কিন্তু খাটো লেন্থের বল সজোরে হাঁকাতে গিয়ে আউট হন ফুলটন। তাই একটু উল্লাসটা বেশি ছিলো। আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ড দলের ৩৫০-৪০০ রানের টার্গেট রয়েছে এমন তথ্য জানানো হলে জবাবে ১০ টেস্টে ৭৯৪ রান করা এ ক্রিকেটার বলেন, তারা বলেছে ৩৫০-৪০০ রান নেবে আমরা বলবো নিতে দেবো না। চেষ্টা করবো আজ যতো তাড়াতাড়ি পারা যায় তাদের ইনিংস গুটিয়ে দিতে।