মেহেরপুর অফিস: মেহেরপুর মুক্তিযোদ্ধা একতা ক্লাবের উদ্যোগে মেহেরপুর টিএন্ডটি সড়কের ফুটবলমাঠে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্নামেন্টে মেঘনা একাদশ জয়লাভ করেছে। গতকাল বুধবার অনুষ্ঠিত খেলায় মেঘনা একাদশ ২-০ গোলে পদ্মা একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের মোসলেম একাই গোল দুটি করেন।