আলমডাঙ্গার সোনাতনপুরে গর্ভের সন্তানের পিতৃপরিচয় চান নিলুফা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার সোনাতনপুর গ্রামের নিলুফার স্বামী ৭ বছর আগে নিরুদ্দেশ হলেও তিনি এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী গোয়ালবাড়ি গ্রামের পরকীয়া প্রেমিক মোস্তফা তার এই সর্বনাশ করেছে বলে তার অভিযোগ। তিনি তার অনাগত সন্তানের পিতৃপরিচয় চেয়ে সমাজপতিদের কাছে ধরনা দিচ্ছেন।

জানা গেছে, গত ১৭ বছর আগে মহেশপুর উপজেলার গুড়দা গ্রামের মেয়ে নিলুফার (৩২) বিয়ে হয় জেহালার সোনাতনপুর গ্রামের রিপনের সাথে। তাদের সংসারে দু ছেলে ও একটি মেয়ে আছে। বছর সাতেক আগে নিলুফাকে রেখে নিরুদ্দেশ হয় তার স্বামী রিপন। কিন্তু নিলুফা এখন ৪ মাসের আন্তঃসত্ত্বা। নিলুফা দাবি করেছে এ তার গর্ভের সন্তান মোস্তফার। তবে মোস্তফাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করবেন না বলে জানান। নিলুফা বিয়ের দাবি নিয়ে মোস্তফার বাড়িতে দুদিন আগে অনশন করেন। তবে মোস্তফা বিষয়টি অস্বীকার করেছেন।

Leave a comment