মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে জামিন মঞ্জুর করেছেন আদালত। এতে করে গৃহবন্দিত্ব থেকে মুক্তির পথে একধাপ এগিয়ে গেলেন তিনি। সুপ্রিমকোর্টের একটি রায়ে বুধবার বলা হয়েছে, জামিনের আবেদন গ্রহণ করা হয়েছে। জামিনের দুটো বন্ডের জন্য ১ লাখ রুপি করে জমা দিতে হবে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তনের বিচ্ছিন্নতাবাদী নেতা নবাব আকবর বুগতি হত্যা মামলায় মুশাররফ এ জামিন পেলেন। এ মামলায় বেলুচিস্তানের হাইকোর্ট মুশাররফকে জামিন নাকচ করলে তিনি এর বিরুদ্ধে আপিল করেন। পরে সুপ্রিমকোর্টের দু বিচারকের বেঞ্চ এ আবেদনের শুনানির পর ওই রায় দেয়। বুগতি হত্যা মামলায় মুশাররফের জড়িত থাকার উপযুক্ত কোনো তথ্যপ্রমাণ না পেয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। বুগতি হত্যা মামলা ছাড়াও মুশাররফের বিরুদ্ধে ঝুলে আছে বেনজির ভুট্টো হত্যা মামলাসহ আরো মামলা। এ সমস্ত মামলার কারণে ছয়মাসেরও বেশি সময় ধরে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ৪ বছরের সেচ্ছ্বা নির্বাসন শেষে মুশাররফ ১১ মে’র সাধারণ নির্বাচনে অংশ নিতে গত মার্চে পাকিস্তানে ফেরেন। কিন্তু নানা মামলার কারণে তাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হয়।