দামুড়হুদায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেসব্রিফিং

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মানসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য চলমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা তথ্য অফিসরে আয়োজনে ওই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে টেলিভিশন বক্তৃতায় শেখ হাসিনা বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করার ঘোষণা দেন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করার লক্ষ্যে ভিশন-২০২১ ঘোষনা করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনের পূর্বে তিনি ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিনত করার জন্য টার্গেট-২০৪১ ঘোষণা করেন। তারই আলোকে জেলা তথ্য অফিস কর্তৃক দামুড়হুদায় আজ মঙ্গলবার ৱ্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা নেয়া হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের নেতৃত্বে এক বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। ৱ্যালি শেষে সকাল ১০টার দিকে আলোচনা সভায় কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বর্তমান সরকারের অর্জনের পাশাপাশি দামুড়হুদা উপজেলায় কী কী উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে তা জনগণকে অবহিত করা হবে। প্রেসব্রিফিঙের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা তথ্য অফিসের অফিস সহকারী রইচ উদ্দিন, অপারেটর আ. হালিম ও অফিস সহায়ক আলমগীর হোসেন শিকদার।

Leave a comment