মেহেরপুর অফিস: মেহেরপুর খাদ্য গুদামে গম কেনার বিষয়ে চাষিদের অবগত করতে ব্যাপক প্রচার প্রচারণার দাবি জানিয়েছেন যুবলীগ নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকালে তারা মেহেরপুর খাদ্য গুদামে গিয়ে এমন দাবি করে প্রচার না হওয়া পর্যন্ত গম কেনা বন্ধের দাবি জানান।
মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, যুগ্মসম্পাদক মাহফিজুর রহমান মাহবুব, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুনসহ নেতৃবৃন্দ সকালে মেহেরপুর সদর উপজেলা খাদ্য গুদামে প্রবেশ করেন। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গম কেনার নীতিমালা সম্পর্কে আলোচনা করেন। গম কেনার প্রচারণার বিষয়ে আপত্তি তুলে নেতৃবৃন্দ দাবি করেন গম কেনার আগে সংশ্লিষ্ট এলাকার চাষিদের মাইকিঙের মাধ্যমে অবহিত করতে হবে। এতে প্রকৃত চাষিরা গম বিক্রির সুযোগ পাবেন।
মেহেরপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহেদ মোহা. হুমায়ন কবির জানান, সুষ্টভাবে গম কেনার জন্য ক্রয় কমিটির সিদ্ধান্তে পৃথক দিনে একেকটি ইউনিয়নের চাষিদের কাছ থেকে গম কেনা হচ্ছে। বিষয়টি তিনি ক্রয় কমিটিতে অবহিত করে সিদ্ধান্ত পেলে গম কেনা শুরু করবেন।
জেলা যুবলীগ সভাপতি সাজ্জাদুল আনামের অভিযোগ, প্রকৃত চাষিরা যাতে সরকারি দরে গম বিক্রি করতে পারেন সে লক্ষ্যেই যুবলীগের। তাই কোনো ইউনিয়নে কোন দিন গম কেনা হবে তা আগে মাইকিং করে জানাতে হবে। এ প্রক্রিয়া বাস্তবায়ন করা না হলে যুবলীগ নেতৃবৃন্দ আন্দোলনে যেতে বাধ্য হবেন।