স্টাফ রিপোর্টার: টেস্ট ব্যাটসম্যানদের ৱ্যাঙ্কিঙে প্রথমবারের মতো ৩০তম অবস্থানে স্থান করে নিয়েছেন সাকিব আল হাসান। ঢাকা টেস্টে বাংলাদেশ দল বড় ব্যবধানে হারলেও ব্যক্তিগত নৈপূন্যের কারণে সাকিবের ব্যাটসম্যান হিসেবে ৱ্যাঙ্কিঙের উন্নতি ঘটে। এর আগে খুলনা টেস্টের পর প্রকাশিত আইসিসি ৱ্যাঙ্কিঙে ব্যাটসম্যানদের মধ্যে ৩৫তম স্থানে ছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন সাকিব। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আরো ১৩ রান। এতেই ক্যারিয়ার সর্বোচ্চ ৬২৯ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে যাওয়ায় ৩০ নম্বরে উঠে এসেছেন।
এদিকে ৱ্যাঙ্কিঙে শীর্ষস্থানটা যথারীতি কুমার সাঙ্গাকারার দখলে। শ্রীলঙ্কান এ ব্যাটিং জিনিয়াসের ৯০৯ রেটিং পয়েন্ট থেকে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। আরেক প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানটা অক্ষুণ্ণ রেখেছেন। আর পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। তিনি ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয়টিতে ৩৯ রান করেন। ৩৭ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৮৩৬। ম্যাচ ও সিরিজ জয়ের নায়ক আজহার আলী ৭২৭ রেটিং পয়েন্টে পাঁচ ধাপ টপকে ১৬ নম্বরে রয়েছেন। প্রথম ইনিংসে তিনি ২২৬ রানের চমকপ্রদ ইনিংস খেলেন।
এদিকে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ শেষে আবারো কোলকাতার হয়ে মাঠে নামতে যাচ্ছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি নিয়ে আগামী ১৪ ও ১৬ মে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের মাঠে নামবেন বাংলাদেশের সেরা এ অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে। সোমবার কোলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ প্রসঙ্গে বিসিবির নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান, আইপিএলের দুটি ম্যাচ খেলার জন্য বিসিবির কাছে সাকিব অনুমতি চেয়েছিলেন। জাতীয় দলের এ সময়ের মাঝে কোনো খেলা না থাকায় তাকে আইপিএলে খেলার জন্য অনুমতি দেয়া হয়েছে।