ফেনসিডিল-মিনিট্রাকসহ তিনজন আটক

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ফাঁড়ি টহল পুলিশের অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় একটি মিনি ট্রাক ও ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে সরোজগঞ্জ ফাঁড়ি টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদাহ বাজার এলাকা থেকে তাদের আটক করে। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়ে, শনিবার মধ্য রাতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি মিনি ট্রাক (নম্বর অস্পষ্ট) ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে রাতে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সেকেন্দার আলী সঙ্গীস ফোর্স নিয়ে ডিঙ্গদাহ বাজার অবস্থান করেন। রাত সাড়ে ৩টার দিকে একটি একটি মিনি ট্রাক ডিঙ্গেদাহ বাজার পৌঁছুলে তার গতিরোধ করে তল্লাশি করে বস্তাভর্তি ৪৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় দর্শনা কলেজপাড়ার তছিম উদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম, দামুড়হুদা বড়দুধপাতিলা গ্রামের আছির উদ্দিনের ছেলে ওমর ফারুক ও সেরপুর জেলার বালিয়াস্কুলঘর গ্রামের আব্দুল হালিমের ছেলে বাবুকে আটক করা হয়। বাবু বর্তমানে ঢাকা গাবতলী বাসটার্মিনাল এলাকার একটি বস্তিতে বসবাস করে বলে সে পুলিশের কাছে জানিয়েছে। এসআই সেকেন্দার আলী বাদী হয়ে আটক ৩ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। গতকালই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।