গাংনীর সীমান্ত থেকে অস্ত্র-গুলি উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের সীমান্তবর্তী মাঠের ১৪৫-৩ এস আন্তর্জাতিক পিলার এলাকা থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিজিবির একটি নিয়মিত টহল দল পরিত্যক্ত অবস্থা এগুলো উদ্ধার করে।

৪৭ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসান জানান, দুর্বৃত্তরা অস্ত্র ও গুলি বহন করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কাজিপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের সামনে পড়ে। এ সময় তারা গুলিভর্তি একটি দেশীয় তৈরি বন্দুক ফেলে পালিয়ে যায়। গতকাল অস্ত্র ও গুলি গাংনী থানায় জমা দেয়া হয়েছে।