দর্শনা অফিস: দর্শনার ব্যাংকগুলোতে প্রতারকচক্রের আনাগোনা বেশ বেড়েছে। প্রতারকদের কাছে প্রায় গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। এবার প্রবাসীর স্ত্রীর ১৬ হাজার টাকা খোয়া গেলো। প্রতারকচক্রের সদস্যরা টাকা গুনে দেয়ার অজুহাতে টাকা নিয়ে দিয়েছে চম্পট। দর্শনা শহরে একই স্থানে রয়েছে ৩টি ব্যাংক।
জানা গেছে, দর্শনা পৌর শহরের আজমপুর ইটভাটাপাড়ার মিঠু মিয়া মালয়েশিয়া প্রবাসী। দুপুর ১২টার দিকে মিঠু মিয়ার স্ত্রী নুরুন্নাহার স্বামীর পাঠানো ৩৮ হাজার টাকা উত্তোলন করেন অগ্রণী ব্যাংকের দর্শনা শাখা থেকে। নুরুন্নাহারের কাছ থেকে জানা গেছে, দুজন অচেনা ব্যক্তি তাকে টাকা গুনে দেয়ার কথা বলে চোখের পলকে ১৬ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। তবে দর্শনার ব্যাংকগুলোতে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। ব্যাংকগুলোতে গোপন ক্যামেরার ব্যবস্থা থাকলে এ ধরনের প্রচারণার হয় তো সুযোগ পেতো না প্রচারকরা।