স্টাফ রিপোর্টার: রোববার দুপুরে মহেশপুর শহর থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। মহেশপুর থানা ও ডিবি পুলিশ সূত্রে প্রকাশ, ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই মাহাবুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মহেশপুর শহর থেকে বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা এবং আব্দুল লতিফের ছেলে নাজমুল হোসেনকে আটক করে।
এসআই মাহাবুল জানান, সোহেল ও নাজমুলসহ একটি সংঘবদ্ধ গ্রুপ ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহেশপুরসহ এ অঞ্চলে চাঁদাবাজি করে আসছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবদ চলছিল। ডিবির ওসি রফিকুল ইসলাম জানান, মহেশপুর থেকে দুজনকে আটক করা হয়েছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।