আলমডাঙ্গা ব্যুরো: আলডাঙ্গায় স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতন মামলায় স্বামী মানুয়ার হোসেন রিয়াজকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রোববার সকালে মানুয়ারকে গ্রেফতার করে থানায় নেয়া হয়।
জানা গেছে, আলমডাঙ্গা লন্ডন টাউয়ারের বিভা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মানুয়ার হোসেন রিয়াজ (৩৫) কুষ্টিয়া জেলার মিরপুর জেলার চকহারদী গ্রামের শুকুর আলী ছেলে। মানুয়ার হোসেন রিয়াজ ৫ বছর আগে একই জেলার বাজিতপুর গ্রামের কুরবান আলীর মেয়ে রুমার (২৫) সাথে বিয়ে হয়। রুমার প্রথমে একবার বিয়ে হয়েছিলো এবং একটি ছেলে আছে জেনেও তাকে বিয়ে করে। বিয়ের পরের বছর তাদের সংসারে একটি কন্যাসন্তান আসে। কিন্তু মানুয়ারের স্বভাব-চরিত্র ভালো ছিলো না। কিছুদিন আগে জ্যামি নামের একটি মেয়ের সাথে মানুয়ারের অবৈধ সম্পর্কের জন্য কয়েকজন যুবক তাকে পিটিয়ে জখম করে। এরপরও তার চরিত্র ভালো হয়নি। কয়েক দিন আগে রুমার শারীরিক সমস্যার কারণে একটি ক্লিনিকে নিয়ে তাকে অস্ত্রোপচার করানো হয়। ক্লিনিক থেকে বাড়ি আসার দু দিন পর রুমাকে মারধর করে। মানুয়ারের নির্যাতন সহ্য করতে না পেয়ে ২-৩ দিন আগে আলমডাঙ্গায় থানায় নারী নির্যাতন মামলা দায়ের করে। তাকে গতকালই আদালতে সোপর্দ করা হয়।