দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী অপহৃত হয়েছে। এ ব্যাপারে অপহৃতের পিতা বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছে। গত শনিবার বিকেলে দৌলতপুর থানায় অপহৃত স্কুলছাত্রীর পিতা সেলিম উদ্দীন তার দয়ের করা এজাহারে উল্লেখ করেন, গত ৬ মে বুধবার সকালে পিয়ারপুর ইউনিয়নের আমদহ সরদারপাড়া নিজ বাড়ি থেকে তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর কয়েকজন পথচারীর মাধ্যমে সেলিম উদ্দীন জানতে পারেন, একই এলাকার ইয়াকুব আলীর বখাটে ছেলে গিয়াস উদ্দীন ও তার ৭-৮ জন বন্ধু জোরপূর্বক তুলে নিয়ে গেছে।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।