জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময়সভার আয়োজন করা হয়। গতকাল রোববার আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় বাঁকা, হাসাদাহ ও রায়পুর ইউনিয়নের ৫৯ হাজার মানুষের জন্য এখানে একটি কলেজ প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জসিমউদ্দিন জালাল, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, হাবিবুর রহমান বিশ্বাস, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, জীবননগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, হাসাদাহ ইউপির প্যানেল চেয়ারম্যান জুম্মাত আলী, মতিয়ার রহমান, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান, ফয়েজ আহমেদ প্রমুখ।