চুয়াডাঙ্গায় শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে চুয়াডাঙ্গায় শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে ব্যাংক কার্যালয়ে কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শাহজালাল ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম কেক কাটেন। উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন, মার্কেন্টাইল ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক ইকবাল আহমেদসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।