ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সাজ্জাদ হোসেন সবুজ (২৯) নামে এক যুবক খুন হয়েছে। নিহত যুবক শহরের কাঞ্চননগরপাড়ার শহীদুল ইসলামের ছেলে। নিহতের চাচা ও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি বাটুল মোল্লা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় তার ভাতিজাকে রাজীব ও উক্তি নামে দুজন ডেকে নিয়ে যায়। এরপর থেকে সাজ্জাদকে আর পাওয়া যায়নি। রাত ৯টার দিকে জানা যায় সাজ্জাদ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এরপরে সে মারা যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, কে বা কারা সাজ্জাদকে মাজায় ও মাথায় আঘাত করে ঝিনাইদহের লাউদিয়া নামক স্থানে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।