ডাকবাংলা প্রতিনিধি: গতকাল রোববার বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার ৬০/৪৮-আর’র নিকট শূন্যরেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঘাডাঙ্গা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাঙ্গা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ শিলবাড়ি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জব্বার সিং। অপরদিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার ৬০/৮৭-আর’র নিকট শূন্যরেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোসালপুর নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার মো. রস্তম আলী এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ রামনগর কোম্পানি কমান্ডার এএসআই সুনিল কুমার।