ঝিনাইদহ বিভিন্ন মামলায় ২১ জন গ্রেফতার

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহে বিভিন্ন মামলায় জেলার ছয়টি উপজেলা থেকে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামিদের ধরতে পুলিশ অভিযান চালায়। হরিণাকুণ্ডু থেকে তিনজন, সদর উপজেলা থেকে আটজন, শৈলকুপা থেকে চারজন, কালীগঞ্জ থেকে তিনজন, কোটচাঁদপুর থেকে একজন ও মহেশপুর থেকে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।