ফ্রি ইন্টারনেটে ২৫ ওয়েবসাইট

স্টাফ রিপোর্টার: মোবাইলফোন অপারেটর রবির ইন্টারনেট গ্রাহকরা এখন থেকে বিনা খরচে ২৫টি ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। গতকাল রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ প্রকল্প উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মধ্যে রয়েছে সরকারি তথ্যাবলি, চাকরির খোঁজখবর, ই-কমার্স, অনলাইন মার্কেটপ্লেস, শিক্ষা সম্পর্কিত তথ্য, নারী স্বাস্থ্য, জরুরি নম্বর, আবহাওয়া বার্তার কয়েকটি ওয়েবসাইট। বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদ মাধ্যম বিনাখরচে পড়তে পারবেন রবি গ্রাহকরা। বাংলাদেশে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি (www.inteet.org) প্রকল্পের আওতায় গ্রাহকদের জন্য বিনা খরচের ইন্টারনেট সেবা এনেছে রবি। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, সরকার ফেসবুকের সাথে একমত যে বর্তমান প্রেক্ষাপটে বিনামূল্যে ইন্টারনেট সেবা পওয়া একটি অধিকার। আজ একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। তিনি বলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ফ্রি ইন্টারনেট একটি জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে সহায়ক হবে। তিনি জানান, বাংলাদেশের ৪ কোটি ৪০ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করেন, যা মোট জনসংখ্যার ২৭ শতাংশ। এ দেশে প্রতি ১২ সেকেন্ডে একজন ফেসবুকে প্রোফাইল খুলছে, যা দেশের জন্মহারের চেয়েও বেশি। ১১ কোটি তরুণ বাংলাদেশিকে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকারের লক্ষ্যের কথাও জানান প্রতিমন্ত্রী।