মাথাভাঙ্গা মনিটর: রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতে লা লিগার শীর্ষস্থান পাকাপোক্ত করলো বার্সেলোনা। শনিবার রাতে ক্যাম্প ন্যুতে নেইমার ও পেদ্রোর গোলে শিরোপা জয়ের পথে এগিয়ে থাকল লুইস এনরিকের দল। এ জয়ের ফলে ৩৬ ম্যাচ থেকে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচ থেকে রিয়ালের পয়েন্ট ৮৬।
ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সম্ভাবনা জাগালেও গোলের দেখা পায়নি মেসিরা। ৫১ মিনিটে প্রথম গোল পায় বার্সেলোনা। ডান দিক থেকে আর্জেন্টিনা অধিনায়কের দারুণ ক্রস সোসিয়েদাদের এক খেলোয়াড় হেড করে ঠেকানোর চেষ্টা করেও পারেননি, বল আয়ত্তে পেয়ে দুরূহ কোণ থেকে হেড করে জালে জড়ান নেইমার। ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো।