দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া গ্রামে ডাকাতের বোমা হামলায় গৃহকর্তাসহ ৫ জন আহত হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া গ্রামের ডা. আজিমদ্দীনের বাড়িতে সশস্ত্র ডাকাতদল গতকাল বুধবার রাতে ডাকাতি করার সময় এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা গ্রামবাসীকে লক্ষ্য করে পরপর ৬টি শক্তিশালী বোমা নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করে নির্বিঘেœ চলে যায়। এ সময় ডাকাতের বোমার আঘাতে গৃহকর্তা আজিমদ্দীন (৫৪), প্রতিবেশী এনামুল (৪২) ও সুলতানসহ (৩০) পাঁচজন আহত হয়।