স্থানীয় নেতাদের দৌড়ঝাঁপেও শেষরক্ষা হলো না আলমডাঙ্গা সাহেবপুরের গাঁজাব্যবসায়ী ইকরামুলের

ভ্রাম্যমা আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যূরো: স্থানীয় নেতাদের দৌড়ঝাঁপেও শেষ রক্ষা হলো না আলমডাঙ্গা বড়গাংনী সাহেবপুরের গাঁজা ব্যবসায়ী ইকরামুল। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গত শুক্রবার সন্ধ্যায় সাহেবপুর গ্রামে বাড়ির পাশ থেকে গাঁজা বিক্রিকালে ১শ গ্রাম গাঁজাসহ তাকে আসমানখালী ক্যাম্প পুলিশ আটক করে।

পুলিশসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী সাহেবপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইকরামুল (৩৫) দীর্ঘদিন ধরে গাঁজাব্যবসা করে আসছিলো। ইকরামুলের গাঁজা ব্যবসার কারণে ওই এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে। তার গাঁজা ব্যবসার সুফল ওই এলাকার অনেকে ভোগ করে বলে অভিযোগও আছে। গত শুক্রবার ১শ গ্রাম গাঁজাসহ আসমানখালী ক্যাম্প আইসি এসআই রবিউল ইসলাম আটক করে। ইকরামুলকে গ্রেফতারের পর থেকে স্থানীয় নেতার তাকে ছাড়ানোর জন্য দৌড়ঝাঁপ শুরু করে। কিন্তু তারা তাকে ছাড়াতে ব্যর্থ হয়। গতকাল সকালে ইকরামুলকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইকরামুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।