মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের ভৈরব নদী খনন কাজ পরিদর্শন করলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে মুজিবনগর রতনপুরে পরিদর্শনে যান। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য রফিকুল ইসলাম রফা, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সংসদ সদস্য নদী খনন কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে ভৈরব নদী খনন কাজ পানিসম্পদ মন্ত্রী উদ্বোধন করেন।