মেহেরপুর অফিস: মেহেরপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদা খানম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলম। বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের কো-অর্ডিনেটর প্রদীপ কুমার পাল প্রমুখ।