দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর কলেজপাড়া এলাকায় নিকটাত্মীয়রা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে। দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের হানিফের স্ত্রী রুখসানা খাতুনকে (২৬) গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূর নিকটাত্মীয় আমিন মালিথার ছেলে শরিফুল ইসলাম অর্থ লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শরিফুল ক্ষিপ্ত হয়ে রুখসানা খাতুনকে পিটিয়ে হত্যা করে। এরপর হত্যার ঘটনা ধামাচাঁপা দিতে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে ঘাতক শরিফুল পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালমর্গে পাঠায়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে দৌলতপুর থানার ওসি আব্দুল খালেক জানান। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।