মাথাভাঙ্গা মনিটর: নিজের দেশে অলিম্পিকে ফুটবলে সাফল্য পাওয়ার লক্ষ্যে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। এ কারণেই জাতীয় ফুটবল দলের কোচ কার্লোস দুঙ্গার হাতেই অলিম্পিক দলের দায়িত্ব দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)। গত শুক্রবার ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আলেক্সান্দ্রে গাল্লোর জায়গায় অলিম্পিক দলের কোচ হবেন দুঙ্গা। ২০১৬ সালে ব্রাজিলের রিও দি জেনেইরোতে বসবে অলিম্পিকের পরের আসর। বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এখনও অলিম্পিকের ফুটবলের সোনা জিততে পারেনি। গত বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ভরাডুবির পর দ্বিতীয় দফায় জাতীয় দলের কোচ হন দুঙ্গা। এর আগে ২০১০ বিশ্বকাপে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি।