স্টাফ রিপোর্টার: বাঘা-চারঘাট রুটে বিআরটিসি বাস চালুর সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীর জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে রাজশাহী জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল শনিবার দুপুরে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন। পররাষ্ট্র মন্ত্রী শাহরিয়ার আলম শনিবার দুপুরে বাঘা উপজেলা চত্বরে রাজশাহী বাঘা-চারঘাট রুটে বিআরটিসি বাস চালুর উদ্বোধন করেন। এ রুটে বিআরটিসি ডবল ডেকার বাস চালুর প্রতিবাদে রাজশাহী জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী জানান, এ রুটে বিআরটিসি বাস চালু হলে সাধারণ গণপরিবহনের মালিক-শ্রমিকদের অর্ধাহারে অনাহারে মরতে হবে। কারণ এমনিতেই পরিবহন ব্যবসা আগের মতো নেই। এ রুটে বাস চালাচল শুরু হলে পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্টদের টিকে থাকাই কঠিন হবে।