মেহেরপুর অফিস: দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মুজিবনগর প্রতিনিধি শফি উদ্দীন বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভি’র মুজিবনগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। মোহনা টিভির চেয়ারম্যান কামাল মজুমদার এমপি স্বাক্ষরিত নিয়োগপত্রটি গতকাল বুধবার দুপুরে হাতে পেয়েছেন তিনি। টিভিতে নিয়োগ পাওয়ায় দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন ও মাথাভাঙ্গা পরিবার এবং মেহেরপুর ও মুজিবনগর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ শফিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি দীর্ঘদিন থেকে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার পাশাপাশি একটি জাতীয় দৈনিকে কর্মরত আছেন।